শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
যুবলীগ নেতা হত্যা

দুই অভিযুক্তের গুলিবিদ্ধ লাশ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চক গ্রামে যুবলীগ নেতা আজিজুল সরদার হত্যা মামলার দুই আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চক গ্রামের একটি সরিষা খেতে শাহআলম মাতুব্বর (৪৫) ও আবু বকর (৬২) নামে দুই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। গত বছরের ৩১ আগস্ট মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় যুগলীগ নেতা আজিজুল সরদারকে রাতে ধরে নিয়ে হত্যা করে চরমপন্থিরা। এই ঘটনায় শাহআলম মাতুব্বর ও আবু বক্কর হাওলাদারসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। আজিজুল সরদার ঝাউদি ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। শাহ আলম মাতুব্বর আর আবু বক্কর হাওলাদারকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এদের মাথায় ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে চরমপন্থি কিনা সে বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। মাদারীপুর সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় গুলিবিদ্ধ ছিল।

সর্বশেষ খবর