শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মালয়েশিয়ার সঙ্গে শিগগিরই ‘জিটুজি প্লাস’ চুক্তি : কর্মসংস্থানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, সামান্য কিছু জটিলতায় আটকে যাওয়া মালয়েশিয়ার সঙ্গে ‘জিটুজি প্লাস’ চুক্তিটি শিগগিরই সই হতে যাচ্ছে। এরপর বড় পরিসরে সে দেশে কর্মী পাঠানো হবে। তিনি উল্লেখ করেন, বিশেষ কোনো সিন্ডিকেট নয়, যেসব রিক্রুটিং এজেন্সির অতীত রেকর্ড ভালো— তারাই এবার মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। গতকাল রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবসকে’ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী, বিএমইটির ডিজি বেগম শামসুন নাহারসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম বিএসসি বলেন, মালয়েশিয়ার সঙ্গে জিটুজি প্লাস চুক্তির বিষয়ে আমরা সর্বশেষ অবস্থায় এসে পৌঁছেছি। এখন শুধু এমওইউ সই বাকি। তা হলেই দেশটিতে শ্রমিক পাঠানো শুরু হবে। চুক্তির মাধ্যমে কর্মীর কর্ম ও নিরাপত্তা নিশ্চিত করেই বড় পরিসরে কর্মী পাঠানো হবে। সৌদি সামরিক জোটে বাংলাদেশ যোগ দিলে বাংলাদেশের কর্মীরা আইএসের টার্গেট হবেন কিনা— এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই সরকারের নীতির ফলেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটা সমঝোতা হচ্ছে। সমঝোতা হলে অসুবিধা কীসের? আমাদের দেশে তো আইএস নেই।’ সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বিএসসি লিখিত বক্তব্যে বলেন, এ মন্ত্রণালয়ের আওতাধীন ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে আমরা প্রায় এক লাখ ১৫ হাজার দক্ষ জনশক্তি প্রতিবছর তৈরি করতে সক্ষম হচ্ছি। যাদের একটি অংশ বিদেশে চাকরি নিয়ে যাচ্ছে। অভিবাসী দিবস উপলক্ষে আজকের কর্মসূচি সম্পর্কে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আজ দিনব্যাপী কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র্যালি, সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান, অভিবাসী মেলাসহ নানা কর্মসূচি থাকবে।

সর্বশেষ খবর