শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন যুদ্ধ হয়নি

—মেজর কমান্ডার এম এম মাল্লিক (অব.)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন যুদ্ধ হয়নি

মিত্রবাহিনীর আরেক বীর যোদ্ধা হচ্ছেন মেজর কমান্ডার এম এম মাল্লিক (অব.)। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিবাহিনীকে বোমা নিক্ষেপসহ সংশ্লিষ্ট প্রশিক্ষণ দিয়েছিলাম। আমরা জকিগঞ্জ, করিমগঞ্জের সীমান্ত এলাকায় হামলা চালাই। এ সময় রক্তক্ষয়ী যুদ্ধে আটগ্রামে দুজন অফিসার ও আটজন সৈনিককে হারাই। গাজীপুর চা-বাগানে আক্রমণ চালাই। সেটি ছিল কঠিন এক যুদ্ধ। এতে প্রচুর অস্ত্র ব্যবহূত হয়। ৭ ডিসেম্বর সারকান্দায় প্রচুর গোলাগুলি হয়। আমরা পাকিস্তানিদের হেলিকপ্টার ল্যান্ডিং এলাকায় প্রতিরোধ গড়ে তুলি। ১৫ ডিসেম্বর পাকিস্তানি সৈন্য আমাদের কাছে পরাজিত হয় এবং তার পরদিন পাকিস্তানিরা আত্মসমর্পণ করে। সে সময় আমরা সিলেটে স্থানীয় জনগণকে অভয় দিই যে, আমরা মিত্রবাহিনীর লোক। আমরা আপনাদের সাহায্য করতে এসেছি। এ কথা ভেবেই কষ্ট হচ্ছিল যে, পাকিস্তানিরা সে সময় বিপুল সম্পদের মালিক ছিল। তার পরও তারা বাংলাদেশিদের নিজ মাতৃভূমি থেকেই বের করে দিতে চাইছিল! দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন যুদ্ধ আর হয়নি। বাংলাদেশ ভারতের ভালো প্রতিবেশী। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশটির অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বাণিজ্যিকভাবেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভারতের ২৪ বছর পর যাত্রা করেও দেশটির অগ্রগতি আশাব্যঞ্জক। আমি বাংলাদেশের মানুষের জন্য গর্বিত। এ দেশের তরুণরাও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর