শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শুরু হলো রাজপুণ্যাহ মেলা

বান্দরবান প্রতিনিধি

শুরু হলো রাজপুণ্যাহ মেলা

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী খাজনা আদায় উত্সব বা রাজপুণ্যাহ মেলা।

এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় ঐতিহ্যের ধারাবাহিকতায় রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু রাজপোশাকে সজ্জিত হয়ে তরবারি হাতে বাদ্যের তালে তালে উজির নাজির ও সৈন্য-সামন্ত নিয়ে মাঠে নির্মিত রাজ সিংহাসনে আরোহন করেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত  নারী-পুরুষ ও প্রজাসাধারণ দাঁড়িয়ে রাজাকে ফুলেল শুভেচ্ছা জানান। মেলায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহাম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, বান্দরবানের সাবেক পুলিশ সুপার কামরুল আহসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজ পরিবারের সদস্যরা। রাজপুণ্যাহ মেলায় রয়েছে সার্কাস, মৃত্যুকূপ, হাউজি খেলা, পপসংগীতসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর