শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই বেয়াইয়ের লড়াই

গাইবান্ধা প্রতিনিধি

দুই বেয়াইয়ের লড়াই

গাইবান্ধা পৌর নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নেমেছেন দুই বেয়াই। একজন বর্তমান পৌর মেয়র মো. শামছুল আলম এবং অপরজন সাবেক মেয়র আনোয়ার-উল হাসান সবুরের ছোট ভাই আনওয়ার-উল সারোয়ার সাহিব। দুজনই ‘স্বতন্ত্র’ প্রার্থী।

সাবেক মেয়র আনোয়ার-উল হাসান সবুরের ছেলের সঙ্গে বর্তমান মেয়র শামছুল আলমের মেয়ের বিয়ে হয়। আনুষ্ঠানিকতার বিয়ে না হওয়ায় ওই দুই মেয়রের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেনি।  তাদের মধ্যে কোনো কথাও নেই। গত নির্বাচনে সবুর ও শামছুল আলম ভোটযুদ্ধে অংশ  নেন। সাবেক মেয়র সবুর তার বিয়াই শামছুল আলমের কাছে হেরে যান। গত নির্বাচনের পর থেকেই শারীরিকভাবে সবুর বেশ অসুস্থ। তাই এবার তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেননি। কিন্তু তার ছোট ভাই আনওয়ার-উল সারোয়ার সাহিবের পাশে দাঁড়িয়েছেন। ভোটযুদ্ধে জামাই-শ্বশুর : খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে শ্বশুর পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও একই ওয়ার্ড থেকে মেয়ের জামাই আলমগীর হোসেন কাউন্সিলর পদে নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। জামাই-শ্বশুরের নির্বাচনে কে হারে কে জিতে এ নিয়ে এলাকায় নানা মুখরোচক আলোচনা চলছে। আনোয়ার হোসেন দুইবার পৌর কাউন্সিলর ছিলেন। শালবন এলাকায় তার বেশ পরিচিতি রয়েছে। অন্যদিকে মেয়ের জামাই আলমগীর হোসেন বয়সে তরুণ। মেয়ের বিয়েতে আনোয়ার হোসেন রাজি ছিলেন না। দুজনেই নিজ উদ্যোগে বিয়েতে বসেছিলেন। এ নিয়ে দীর্ঘদিন শ্বশুর-জামাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। যা এবারে নির্বাচনে জামাই-শ্বশুরের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নেমে তা প্রকাশ্য রূপ নেয়। জামাই আলমগীর হোসেন (উটপাখি), শ্বশুর আনোয়ার হোসেন  (টেবিল ল্যাম্প) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জামায়াতের প্রচারণা গানের সুরে : পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিলেও সরাসরি মাঠে নেই জামায়াতের স্বতন্ত্র প্রার্থীরা। তবে বিভিন্ন গানের সুর নকল করে প্রার্থীদের গুণাগুণ রেকর্ড করে প্রচারণা চালানো হচ্ছে। এ নিয়ে জামায়াতের আদর্শ নিয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছেন। জানা যায়, গানের সুরে রেকর্ড বাজিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী জামায়াতের জেলা আমির মো. নজরুল ইসলামের প্রচারণা চালানো হচ্ছে। জামায়াত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারের জন্য মহিলা ও পুরুষ কর্মীদের নিয়োগ করা হয়েছে। কাউন্সিলর পদে তিন পুরুষ এক নারী : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে তিন পুরুষ প্রার্থীর বিপরীতে এক নারী প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। ২ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম মাঈনুল ইসলাম ও যুবদলের সদস্য আল-আমিনের সঙ্গে লড়াইয়ে নেমেছেন নারী প্রার্থী পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইজু হেলেন লাকী। তিনি গত পৌর নির্বাচনে ১, ২, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। লাইজু হেলেন লাকী জানান, তিনি শতভাগ আশাবাদী ২ নম্বর ওয়ার্ডের ভোটাররা তার পক্ষে রায় দেবেন। লাকীর প্রতীক ডালিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর