শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পৌষের শীতে কাঁপছে দেশ

নিজস্ব প্রতিবেদক

আকাশে মেঘ। মাঝারি থেকে ঘন কুয়াশা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর শীতের হিমেল হাওয়া। রাজধানী ঢাকাসহ সারা দেশ জুড়ে বইছে পৌষের মৃদু শীত। হঠাত্ ঠাণ্ডায় বাড়ছে জনদুর্ভোগ। সুন্দরবনে জেলের প্রাণ কেড়ে নিয়েছে এই শীত। আজও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে আগামী কয়েকদিন শীত বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার রাত থেকে ঢাকায় শুরু হওয়া থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি গতকালও ছিল। দেশের অনেক জেলায় গতকাল সূর্যের দেখা মেলেনি। গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কে যান চলাচল ও পথচারী চলাফেরা এমনিতেই ছিল কম। এর মধ্যে বৃষ্টির কারণে রাজপথ সকাল থেকে ছিল অনেকটাই ফাঁকা। গতকাল সকাল ৯টা পর্যন্ত ঢাকায় এক দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। আগাম পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আজ সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে সৃষ্ট বৃষ্টির ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মাসের শেষ দিকে জেঁকে বসতে পারে শীত। এ প্রসঙ্গে অধিদফতরের পরিচালক মো. শাহ আলম জানান, ডিসেম্বরের শেষভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে আরও দুয়েকটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আকাশে কিছু মেঘ আছে। তবে আগামীকালের (আজ) পর আর বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতর আরও বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে স্বাভবিক লঘুচাপ। মূলত এর প্রভাবেই হালকা বৃষ্টি হচ্ছে। বর্তমানে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঢাকা ও চট্টগ্রামের মতো মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, সাতক্ষীরা, যশোর, কক্সবাজার, কুতুবদিয়া, চাঁদপুরেও গতকাল সকালে বৃষ্টি হয়েছে। দুপুর পর্যন্ত এসব জায়গায় সূর্যের দেখা মেলেনি। বরিশাল :  নিজস্ব প্রতিবেদক জানান, বরিশালে অসময়ে বৃষ্টি হয়েছে। বিরাজ করছে মেঘলা আবহাওয়া। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। গতকাল সরকারি ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ। বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বাতাসে বিপাকে পড়ে মানুষ। বিশেষ করে শিশু এবং বয়স্করা। দুই দিনের শীতের তীব্রতায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুরা। দুই দিনে সর্দি, কাশি, হাঁপানি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক শিশু এবং বয়স্করা। আবহাওয়া অফিস জানায়, আকাশে মেঘ থাকায় আরও গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টি কেটে গেলে শীতের প্রকোপ আরও বাড়বে।

সুন্দরবনে জেলের মৃত্যু : বাগেরহাট প্রতিনিধি জানান, সুন্দরবনে মাছ আহরণকালে প্রচণ্ড ঠাণ্ডায় আইউব আলী (৫৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সকালে বৃষ্টির মধ্যে শরণখোলা রেঞ্জের গাববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাড়িতে দুপুরে সঙ্গী জেলেরা তার মৃতদেহ পৌঁছে দিয়েছেন। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জেলে আইউব আলীর পরিবার জানায়, বৃহস্পতিবার শরণখোলা স্টেশন থেকে মত্স্য আহরণের অনুমতি পত্র নিয়ে সুন্দরবনে যান আইউব আলী। গতকাল সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে সুন্দরবনের গাববাড়িয়া খালে নেমে মাছ শিকারের সময় তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় সঙ্গী জেলে আবু জাফরসহ কয়েকজন তাকে পানি থেকে তুলে নৌকায় রাখার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে প্রচণ্ড ঠাণ্ডায় তার মৃত্যু হয়েছে বলে সঙ্গীদের ধারণা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর