শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চায়ের বিল না দেওয়ায় স্কুলছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চায়ের বিল না দেওয়ায় স্কুলছাত্র খুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পুলক চন্দ্র রাউত। বিকালে স্কুলের পাশের একটি দোকানে চা পান করতে যায় পুলক ও তার তিন বন্ধু। পরে পুলককে বিল দিতে বন্ধুরা চাপাচাপি করে। পুলক অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয় বন্ধুরা। এরই জের ধরে খুন করা হয় পুলককে। ৮ দিন পর গতকাল ডোবা থেকে উদ্ধার করা হয়েছে পুলকের অর্ধগলিত  লাশ। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন হিসেবে পুলকের বন্ধু আবদুল কুদ্দুস ও শাহাব উদ্দিন শাবুকে আটকের পর বেরিয়ে আসে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। তাদের দেওয়া তথ্যানুযায়ীই পুলকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পুলক  জৈন্তাপুর উপজেলার বাউরভাগ দক্ষিণ গ্রামের পান্না লাল রাউতের ছেলে। আটককৃত আবদুল কুদ্দুস ও শাহাব উদ্দিন শাবু বাউরভাগ গ্রামের শফিক আহমদের ছেলে। জৈন্তাপুর থানা পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর নিখোঁজ হয় পুলক। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় জিডি করেন। গত বৃহস্পতিবার এলাকার লোকজন সন্দেহভাজন হিসেবে পুলকের সহপাঠী কুদ্দুস ও শাবুকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর থানাধীন পাখিটিকি এলাকার ভুঁইয়া ফিশারিজের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে পুলকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বেড়ানোর কথা বলে কুদ্দুস, শাবু ও স্বপন বিশ্বাস ওই ফিশারি এলাকায় নিয়ে পুলককে গলা টিপে হত্যা করে। পরে লাশ ডোবায় ফেলে কচুরিপানায় চাপা দিয়ে রাখে। স্বপন বিশ্বাস বাউরভাগ উত্তর (পুঞ্জি) গ্রামের দুলি বিশ্বাসের ছেলে।

সর্বশেষ খবর