রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

২০ দলের বৈঠকে যায়নি জামায়াত, নানা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পৌরসভা নির্বাচন ইস্যুতে গতকাল বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠক ডাকা হলেও তাতে যোগ দেয়নি জামায়াতে ইসলামী। একইভাবে বৈঠকে অংশ নেয়নি আরেক শরিক ইসলামী ঐক্যজোট। এ নিয়ে জোটের ভিতরে-বাইরে নানা গুঞ্জন শুরু হয়েছে। জোটের প্রধান শরিক বিএনপি ও জামায়াতের বাইরে ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিশও নির্বাচনে আলাদা প্রার্থী দেওয়ায় জোটে অনৈক্য দেখা দিয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। বৈঠকের শুরুতেই মির্জা ফখরুল ও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান জোট নেতাদের তোপের মুখে পড়েন। জোটের তালিকা উপেক্ষা করে সারাদেশে বিএনপি একক প্রার্থী দিলে এ নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় জোটের কোনো কোনো নেতা। গত উপজেলা নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে শীতল সম্পর্কের সূত্রপাত। সর্বশেষ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী দেওয়া নিয়েও জোটের মধ্যে সমঝোতা হয়নি। এবার জামায়াত পৃথক প্রার্থী দিয়েছে এবং এ ব্যাপারে বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহই দেখায়নি। জানা যায়, জামায়াত অন্তত ৩০টি, ইসলামী ঐক্যজোট ২টি এবং খেলাফত মজলিশ ৬ পৌরসভায় জোটের বাইরে গিয়ে পৃথক প্রার্থী দিয়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপি কোনো ছাড় দেয়নি। অবশ্য বিএনপি চট্টগ্রামে এলডিপি এবং কুষ্টিয়ায় জাতীয় পার্টিকে (কাজী জাফর) ছাড় দেয়। এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত বা জোটের সঙ্গে সম্পর্কের কোনো ফাটল ধরবে না। বৈঠকে জামায়াতের অনুপস্থিতি নানা কারণে হতে পারে। তারা হয়তো নিরাপত্তার কারণে আসতে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর