রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভোটকেন্দ্র পাহারা দিতে হবে ---- খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

পৌর নির্বাচনে ফলাফলে যাতে কারচুপি না হয় সে জন্য পেশাজীবী নেতাদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি জোটের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবে। সেজন্য কেন্দ্র পাহারা দিতে হবে। জনগণের ভোটকে নষ্ট করতে  দেওয়া হবে না। গতকাল  রাতে গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনে যাতে কেউ কারচুপি করতে না পারে সে জন্য স্ব স্ব স্থান থেকে সব পেশাজীবী সংগঠনের নেতাদের সজাগ থাকতে হবে। বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। এর আগে সভায় উপস্থিত পেশাজীবী নেতারা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। রাত ৯টা ৩৫ মিনিটে বৈঠকটি শুরু হয়ে ১০টা ৫০ মিনিটে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলম, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন, কৃষিবিদ এম এ করিম, কৃষিবিদ আনোয়ারুন্নবী, আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ আবদাল আহমেদ, কবি আবদুল হাই শিকদার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নেতা জাকির হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার শিল্পী রাহিদা খান ঝুনু, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর