বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আবার মা হচ্ছে যূথী

নিজস্ব প্রতিবেদক

আবার মা হচ্ছে যূথী

সেই যূথী আবার মা হচ্ছে। ঢাকা চিড়িয়াখানায় নতুন অতিথির আগমনের খবরে বইছে আনন্দের বন্যা। ২০১২ সালের ১২ জুন রাজধানীর শ্যামলীর একটি বাসা থেকে সুন্দরবন থেকে পাচার হওয়া জয়, যূথী ও জ্যোতি নামের তিন বাঘ শাবক উদ্ধার করা হয়। উদ্ধারের পর আদালতের নির্দেশে রাজধানীর ২২/২ হাতিরপুলের ফিকামলি সেন্টার মালিক ও বাঘ বিশেষজ্ঞ ড. আবদুল ওয়াদুদের তত্ত্বাবধানে রাখা হয়। কয়েক দিন পর কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় এক বছর আগে যূথীকে ঢাকা চিড়িয়াখানায় ফিরিয়ে আনা হয়। এখানে আনার পর অন্য একটি বাঘের সঙ্গে যূথীকে একই খাঁচায় রাখা হয়। এরপর গর্ভধারণ করে যূথী। গত ২৭ আগস্ট বাঘ শাবক টোকিওর জন্ম দেয়। কয়েক দিন আগে যূথীকে অন্য খাঁচায় রাখা হলে আবার গর্ভধারণ করে। চিড়িয়াখানার কিউরেটর ডা. এস এম নজরুল ইসলাম বলেন, চিড়িয়াখানা এখন বাঘ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি বলেন, শিগগির বাঘ শাবকের জন্ম দেবে যূথী। বাঘ বিশেষজ্ঞ ড. আবদুল ওয়াদুদ বলেন, যূথীকে এখন আলাদাভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার। তা না হলে অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। কয়েক দিন আগে তার গর্ভধারণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারের বসবাস। বাঘের আটটি গোত্রের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার সর্বাধিক স্বাতন্ত্র্যের অধিকারী। গায়ে হলুদের ওপর ডোরা কাটা কালো দাগ এদের প্রধান বৈশিষ্ট্য। পুরুষ বাঘের দৈর্ঘ্য ৩ মিটার এবং স্ত্রী প্রজাতির বাঘের দৈর্ঘ্য আড়াই মিটার হয়। এদের গড় ওজন ১৮০ থেকে ২৪০ কেজি হয়। শরীর সুগঠিত ও শক্তিশালী। এরা মাংসাশি এবং ভয়ানক হিংস্র। ভালো সাঁতার কাটতে পারে। রয়েল বেঙ্গল টাইগার উভচর প্রাণীর মতো জীবনযাপন করে। বন্যপ্রাণী হরিণ, মহিষ, বন্য গরু, নীল গাই, সজারু, হাতি এমনকি মাছ পর্যন্ত শিকার করে। এ প্রাণী সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শিকারে ব্যস্ত থাকে। সাড়ে তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে বয়ঃপ্রাপ্ত হয়। গর্ভধারণের ১৫/১৬ সপ্তাহ পর দুই থেকে চারটি বাচ্চা দেয়। গড়ে এই প্রাণী ১৫-২০ বছর পর্যন্ত বাঁচে। বাঘ বাংলাদেশের অতি বিপন্ন প্রাণী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর