বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ জননেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক ও শরীয়তপুর প্রতিনিধি

আজ জননেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন পানিসম্পদ মন্ত্রী, বঙ্গবন্ধুর স্নেহধন্য জননেতা আবদুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জাতীয় নেতা।  দিনটি উপলক্ষে শরীয়তপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া বেলা ১১টায় রাজধানীর লালমাটিয়ায় শেখ কামাল উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এতে রয়েছে শোক র‌্যালি, খাদ্য বিতরণ ও আলোচনাসভা। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক স্মরণসভার আয়োজন করেছে। আবদুর রাজ্জাক ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদ, এরপর ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

সর্বশেষ খবর