বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিএসএফ-বিজিবি বৈঠক বাতিল

বিএসএফের বিমান দুর্ঘটনায় দিল্লিতে নিহত ১০

দীপক দেবনাথ, কলকাতা

দিল্লির দ্বারকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিমান দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানির ঘটনায় গতকাল থেকে ঢাকায় শুরু হতে যাওয়া বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে। ২২ থেকে ২৭ ডিসেম্বর ঢাকায় ছয় দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএসএফ সূত্র জানায়, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ বৈঠক বাতিল করা হয়েছে। গতকাল সকালে দিল্লি থেকে রাঁচি যাওয়ার পথে বিএসএফ-এর বিমান দুর্ঘটনায় নিহত হয় ১০ জন। বিএসএফ সূত্রে খবর, এদিন সকাল ৯.৪৫ মিনিটে বিএসএফ-এর প্রকৌশলী, নিরাপত্তা বাহিনীদের নিয়ে দিল্লি থেকে রাঁচি যাচ্ছিল চাটার্ড বিমান। কিন্তু মাটি থেকে ওড়ার কিছু পরেই গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক কিলোমিটার দূরে দ্বারকার বাদপোলা গ্রামের একটি দেওয়ালে ধাক্কা লাগে। তারপরেই বিমানটি ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। দুর্ঘটনার পরই ছুটে আসে ১৫টি ফায়ার সার্ভিসের গাড়ি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টুইট করে রাজনাথ সিং জানিয়েছেন ‘দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিএসএফ-এর বিমান দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক’। বিমান দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে শোকবার্তায় বলেছেন ‘নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা’। ভারত সরকার এ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী মহেশ শর্মা।

সর্বশেষ খবর