বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ফ্রি ফরম পূরণের দাবি

অধ্যক্ষের কক্ষে তালা দিল ছাত্রলীগ

মেহেরপুর প্রতিনিধি

এইচএসসির ফ্রি ফরম পূরণ ও কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দিয়েছে মেহেরপুর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা মেহেরপুর-কুষ্টিয়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে।

গতকাল দুপুর ১২টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সামনে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুদরেতে-খোদা রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অধ্যক্ষে বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। এর পূর্বে তারা কলেজ অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেয়। প্রায় ঘণ্টাব্যাপী টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, সদর থানার ওসি আহসান হাবিব ও জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন সেখানে উপস্থিত হয়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ বিষয়ে মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, রবিবার মেহেরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। সোমবার ছাত্রলীগের ছেলেরা তাদের নিজ ছেলেদের ফ্রি ফরম পূরণ করতে আমাদের চাপ দেয়। আমরা তাদের বোঝানোর চেষ্টা করি এটা এখন বোর্ডের বিষয়। এখানে আমাদের কোনো হাত নেই। টেলিটক সিমের মাধ্যমে টাকা পাঠাতে হবে। এটা বলার পরও তারা অধ্যক্ষের রুমে তালা লাগিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের হয়রানিতে ফেলেছে।

মেহেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুদরেতে-খোদা রুবেল কলেজে তালা লাগানোর কথা অস্বীকার করে বলেন, কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম কলেজে নানা দুর্নীতি শুরু করেছেন। আমরা সেটা বন্ধ করতে বলেছি। কলেজের ফান্ড থেকে গরিব মেধাবী ছাত্রদের ফ্রি ফরম পূরণের ব্যবস্থা করতে অনুরোধ করেছি মাত্র।

সর্বশেষ খবর