বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম বেতন কাঠামো

জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৫ মাসের বকেয়া

নিজস্ব প্রতিবেদক

অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী জুলাই থেকে নভেম্বর এই পাঁচ মাসের বর্ধিত বেতনের বকেয়া টাকা দুই কিস্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হবে। জুলাই থেকে আগস্ট এ দুই মাসের বকেয়া বেতন ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে অর্থাৎ জানুয়ারিতে পাওয়া যাবে। আর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের বকেয়া প্রাপ্য আগামী বছরের জানুয়ারির বেতনের সঙ্গে অর্থাৎ ফেব্রুয়ারিতে দেওয়া হবে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর রাতে অর্থ মন্ত্রণালয় থেকে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হয়। ওইদিন সন্ধ্যায় বিজি প্রেসের কর্মকর্তারা বেতন কাঠামোর গেজেটের কপি সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা হিসাবে যে অতিরিক্ত অর্থ পেয়ে আসছিলেন তা এরিয়ার দেওয়ার সময় সমন্বয় করা হবে।

সর্বশেষ খবর