বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
কৃষি সংবাদ

স্বপ্নের সাদা সোনা বুনতে ব্যস্ত কৃষক

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর

স্বপ্নের সাদা সোনা বুনতে ব্যস্ত কৃষক

বীজ নয়, স্বপ্নের সোনা বুনছে তারা। স্থানীয় কৃষকদের ভাষায় সাদা সোনা। আর এ সাদা সোনা হচ্ছে সুখসাগর পিয়াজের বীজ। পিয়াজের বীজে যে ফুল ধরে তা দেখতে ধূসর সাদা বলেই স্থানীয় কৃষকদের ভাষায় এর নাম সাদা সোনা। গত বছর পিয়াজের বাম্পার ফলন ও আশাব্যঞ্জক দাম কৃষকদের সুখের সাগরে ভাসিয়েছে। তাই এক বুক আশা নিয়ে কৃষক এবার মাঠের পর মাঠ পিয়াজের বীজ বোনায় ব্যস্ত সময় পার করছে। সাহেবনগর, রতনপুর, ভবেরপাড়া, পিরোজপুরসহ গোটা মুজিবনগর এলাকাজুড়ে মাঠের পর মাঠে সাদা সোনার ছড়াছড়ি। সড়কের দুই পাশে এ সাদা সোনা রোপণ ও পরিচর্যার ধুম চোখ এড়াবে না কারও। কাক ডাকা ভোর থেকে দিনের আলো নিভু নিভু অব্দি কেউ বা জমির পরিচর্যায় আবার কেউবা বীজ বপনে ব্যস্ত থাকছেন। ভবেরপাড়া গ্রামের কৃষক আবেদ আলী জানান, তিনি গত বছর ১০ বিঘা জমিতে সুখসাগর পিয়াজের চাষ করেছিলেন এবং দামও ভালো পেয়েছিলেন। আর এ বছর পিয়াজের বীজ ও সার হাতের কাছে পাওয়ায় ৫০ বিঘা জমিতে চাষ করেছেন। তিনি আরও বলেন, প্রকৃতি অনুকূল ও বাজার ভালো থাকলে এবারও তিনি ৩০-৩৫ লাখ টাকা লাভের মুখ দেখবেন। অপর কৃষক খবির উদ্দিন বলেন, গত ৫ বছর ধরে সুখসাগরের চাষ করে আসছি আশানুরূপ লাভ আমাদের এ অঞ্চলের কৃষকদের চোখে নতুন স্বপ্ন ফুটিয়েছে। কয়েক বছর আগে আমাদের ভারতীয় বীজের ওপর নির্ভর করতে হতো বর্তমানে স্থানীয় কৃষকরাই বীজ উৎপাদন করে চাষাবাদ করছেন। হাজার হাজার বিঘা জমিতে এখন সুখসাগর বীজের চাষ হচ্ছে। এ  বীজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ হচ্ছে।

মুজিবনগর উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফ উদ্দিন বলেন, এ বছর সুখসাগর পিয়াজের ব্যাপক চাষ হয়েছে এবং ফলনও আশা করি ভালো হবে।

সর্বশেষ খবর