শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পিষে অটোচালককে হত্যা, বাসচালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এভিনিউতে সিএনজি অটোরিকশার চালক ফারুককে বাসের চাকায় পিষে হত্যার দায়ে গ্রেফতার বাসচালক আবদুল মজিদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক খগেন্দ্রচন্দ্র সরকার আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত দুই দিন মঞ্জুর করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২২ ডিসেম্বর দুপুরে গাজীপুরগামী তেঁতুলিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭৪৮৯) ফারুকের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। ফারুক অটোরিকশা থেকে বেরিয়ে এসে ঘটনার প্রতিবাদ জানান এবং ক্ষতিপূরণ চান। এ সময় মজিদ ও ফারুকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মজিদ তার বাসটি ফারুকের ওপর তুলে দেন। এতে ফারুকের মাথা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পুলিশ মজিদ ও বাসটিকে উত্তরা থেকে আটক করে। পরে নিহত ফারুকের ভাই মো. হারুন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। নির্মম ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা রীতিমতো হতবিহ্বল হয়ে পড়েন। ফারুকের লাশ ময়নাতদন্তের পর তা ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বরিশালে গ্রামের বাড়িতে ফারুকের লাশ দাফন করা হবে।

সর্বশেষ খবর