বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রুয়েট ছাত্রলীগ নেতা সোহাগ ১৪ দিন পর উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অপহরণের ১৪ দিন পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের মীরসরাই থেকে তাকে উদ্ধার করা হয়। সোহাগের শ্বশুর শেখ আবদুর রহমান দুলাল গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ আবদুর রহমান জানান, রাজশাহী ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চট্টগ্রামের মীরসরাই এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন ঢাকা দক্ষিণখান থানার ফাইজবাদ এলাকার আবদুল আউয়াল খানের ছেলে ও রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারজাদুল ইসলাম মিরন (২৮) এবং রাজশাহী নগরীর নওদাপাড়ার শওকত আলীর ছেলে ও রুয়েটের সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসফাক ইয়াসিফ ইপু (২১)। সোমবার দুপুরে পুলিশ তাদের রাজশাহী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক জুলফিকার উল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোহাগকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রাজপাড়া থানার সহকারী কমিশনার (এসি) এ টি এম শাহীন আহম্মেদ। প্রসঙ্গত, ৯ ডিসেম্বর রাত ৩টায় র্যাবের পোশাকধারী ৬-৭ জন ব্যক্তি রাজশাহী মহানগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাড়ি থেকে একটি মাইক্রোবাসে সোহাগকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ১৩ ডিসেম্বর মহানগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা আক্কাসউজ্জামান মামলা করেন। মামলায় অজ্ঞাত র্যাব ও ডিবি পুলিশ সদস্য এবং সোহাগের সহপাঠী নাবিলাকে আসামি করা হয়।

সর্বশেষ খবর