বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

বিরল প্রজাতির শকুন উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

বিরল প্রজাতির শকুন উদ্ধার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় উত্তর  কাজীবাড়ি সন্তোলা গ্রাম থেকে গতকাল সকালে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। পরে  শকুনটিকে সাদুল্যাপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা  রেজাউল করীমের কাছে হস্তান্তর করা হয়। উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামের আল-আমিন, অপু, বেলাল ও মেহেরাজ জানান, হঠাৎ শকুনটি মঙ্গলবার বিকালে উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামে দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ সময়ের চেষ্টায় শকুনটি ধরা হয়। সাদুল্যাপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা রেজাউল করীম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের হাতে ধরা পড়া শকুনটির অবস্থা খারাপ হয়েছে। সে কারণে শকুনটিকে প্রয়োজনীয় চিকিত্সা ও খাবার দেওয়া হয়েছে। শকুনটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, প্রস্থ ৪ ফুট ও ওজন ১২ থেকে ১৫ কেজি হবে। শকুন সংরক্ষণে গাইবান্ধা জেলায় কোনো ব্যবস্থা নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শকুনটিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে। এ বিরল শকুনটি এখন আর দেখা যায় না। প্রতিকূল পরিবেশের কারণে তারা হারিয়ে যাচ্ছে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে ঠাকুরগাঁও জেলার আখানগর এলাকার ধনিপাড়া থেকে। অতিরিক্ত শীতে কাতর হয়ে হিমালয়ের বনাঞ্চল থেকে ছুটে এসেছিল হিমালয়ান গ্রয়েল প্রজাতির এই শকুন। এসেই শীত আর খাদ্য সংকটে পড়ে অসুস্থ হয়ে পড়েছে শকুনটি। এজন্য  উড়তে না পারার কারণে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পঞ্চগড়ের বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবা শকুনটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে। তিনি জানান, শিগগিরই বিরল প্রজাতির এই  শকুনটিকে গাজীপুর সাফারী পার্কে পাঠানো হবে।

সর্বশেষ খবর