রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
রিহ্যাব আবাসন মেলা শেষ আজ

আবাসনশিল্পে বর্তমান সময় ভালো যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

আবাসনশিল্পে বর্তমান সময় ভালো যাচ্ছে না

আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, দেশের আবাসনশিল্পে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। প্রতি বছর প্রায় ১ লাখ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, যা দেশের জন্য শুভ নয়। দেশের টাকা দেশে রাখতে সরকারের বাস্তবধর্মী সিদ্ধান্ত নেওয়া জরুরি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক এই সভাপতি আরও বলেন, বিভিন্ন লিংকেজ শিল্প (সহযোগী শিল্প প্রতিষ্ঠান) আবাসন খাতের সঙ্গে জড়িত। এ বিষয়ে সরকারকে সাহায্য করা  উচিত। তিনি গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলা-২০১৫ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। রিহ্যাব জানিয়েছে, গতকাল দুপুরে ঢাকা উত্তর সিটি মেয়র আবাসন মেলা পরির্দশন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, ঊর্ধ্বতন সহসভাপতি রবিউল হক প্রমুখ।

মেলা শেষ হচ্ছে আজ : ২৩ ডিসেম্বর শুরু হওয়া ৫ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শেষ হচ্ছে আজ রাত ৯টায়। কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল মেলার চতুর্থ দিনেও প্রচুর ক্রেতা-দর্শনার্থীর সমাগম ঘটে। আয়োজকরা জানান, স্টলে এসে অনেকেই বুকিং দিচ্ছেন। মেলায় ক্রেতাদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, মেলায় এবার আমরা ক্রেতা সমাগম যতটা প্রত্যাশা করেছি, তার চেয়ে বেশি হয়েছে। আমি মনে করি, এখন ফ্ল্যাট কেনার একটি উপযুক্ত সময়।  এবারের মেলায় প্লট-ফ্ল্যাটের দাম কম, চাহিদাও ছিল বেশি। ব্যবসায়ীরা বলছেন, মন্দার কারণে এবার তারা লাভ ছাড়া বা নামমাত্র লাভে প্লট-ফ্ল্যাট বিক্রি করছেন। তাই তেমন কোনো অফার থাকছে না। অন্যদিকে ক্রেতারা বলছেন, আবাসন মেলা একটি সুন্দর আয়োজন। এখানে চাইলে পছন্দের প্লট বা ফ্ল্যাটের বুকিংও দেওয়া যাচ্ছে। পাশাপাশি আর্থিক ঋণদাতা প্রতিষ্ঠানগুলো হাত বাড়িয়ে দিচ্ছে।

সর্বশেষ খবর