সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
সংসদীয় কমিটি জানতে চায়

বিতর্কিত স্থানে কীভাবে তৃতীয় ক্যাম্পাসের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

মামলা-মোকদ্দমায় জড়িত বিতর্কিত একটি স্থানে কীভাবে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস স্থাপনের অনুমোদন দেওয়া হলো— তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে আগামী বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তথ্য-প্রমাণ উপস্থাপন করার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে প্রতিটি স্কুল-কলেজের জন্য ‘বার্ষিক পাঠদান রুটিন’ বাস্তবায়ন কার্যক্রম সঠিকভাবে মনিটর করা এবং নির্ধারিত সময়ে পাঠ্যক্রমের সিলেবাস সম্পন্ন করার জন্য প্রণীত একাডেমিক ক্যালেন্ডার কমিটিকে অবহিত করার সুপারিশও করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মো. আফছারুল আমীন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ হাছান মাহ্মুদ, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, মামুনুর রশিদ, সেলিনা আক্তার বানু বৈঠকে অংশ নেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রবাসী সন্তানদের বাংলাদেশের স্কুল-কলেজে ভর্তির ক্ষেত্রে মেধাভিত্তিক কোটা নির্ধারণের জন্য নীতিমালা সংশোধনের প্রস্তাব করলে কমিটি একটি সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়নের সুপারিশ করেছে। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর