মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইসলামবিদ্বেষী চক্রের নাটক

ইসলামী চিন্তাবিদদের চোখে জঙ্গিবাদ

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী চিন্তাবিদদের চোখে জঙ্গিবাদ

 

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, জঙ্গিবাদ ইসলাম বিদ্বেষী চক্রের সাজানো একটা নাটক। ইসলামের যারা ধারক-বাহক,   তারা সব সময়ই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে এসেছেন, এখনো বলছেন, আগামীতেও বলবেন।  বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে গতকাল একান্ত আলাপে জঙ্গি এবং জঙ্গিবাদ বিষয়ে চরমোনাই পীর আরও বলেন, ইসলামের ভিতরে জঙ্গি বলতে কোনো জিনিস নেই। এ রকম কোনো শব্দই ইসলামে নেই। ইসলাম জঙ্গিবাদ প্রশ্রয় দেয় না। ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম। বরং ইসলাম জঙ্গিবাদসহ সন্ত্রাসকে নির্মূল করতে চায়, মূলোৎপাটন করতে চায়। কেউ এর দ্বিমত করলে তিনি ইসলামের শত্রু-মানবতার শত্রু। জঙ্গিবাদ সম্পর্কে তিনি আরও বলেন, কোনো স্বার্থান্বেষী মহল কিংবা মুসলমান বিদ্বেষী কোনো চক্র সাজানো একটা নাটকের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ওপর জঙ্গিবাদের বোঝা চাপিয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। এটা কখনোই সফল হবে না। তিনি উল্লেখ করেন, জঙ্গিবাদের কথা বলে, ইসলাম ধর্মের অনুসারীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। এটা মুসলমানদের কণ্ঠরোধ চেষ্টার অংশ। ইসলামের নাম ব্যবহার করে যারা জঙ্গিবাদ করছে— তারা মূলত ইসলামকে ধ্বংস করার জন্যই এটা করছে।

সর্বশেষ খবর