মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সবার উচিত রুখে দাঁড়ানো

হাফেজ জিয়াউল

নিজস্ব প্রতিবেদক

সবার উচিত রুখে দাঁড়ানো

বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেছেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে। সব মানুষের উচিত জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অন্যান্য ফরজের মতো জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোও ফরজ। সব মুসলমানের উচিত এ ফরজ পালন করা। গত সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, যারা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে। সন্ত্রাসের মাধ্যমে সর্বোচ্চ অনৈসলামিক কার্যক্রম চালাচ্ছে। তারা মানবতাকে হত্যা করছে। বাংলাদেশসহ পৃথিবীর যেখানেই এ জঙ্গিবাদীরা আছে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কোনো ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামে হত্যা একটি জঘন্য কাজ। ইসলাম মানবতার কথা বলে। কিন্তু জঙ্গিবাদীরা সেই মানুষকে হত্যা করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কাজের সঙ্গে কোনো মানুষ সম্পৃক্ত হতে পারে না। তিনি আরও বলেন, আমরা নানাভাবে মানুষের কাছে জঙ্গিবাদবিরোধী ব্যাখ্যা তুলে ধরছি। সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে সবাই জঙ্গিবাদবিরোধী প্রচার চালিয়ে যাচ্ছি। যারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সত্যিকারের ইসলামের জন্য এমন জঘন্য অপরাধকে ধ্বংস করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর