মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অজ্ঞরাই জঙ্গিবাদ বিশ্বাস করে

মুফতি আমজাদ

নিজস্ব প্রতিবেদক

অজ্ঞরাই জঙ্গিবাদ বিশ্বাস করে

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও   বারিধারা নতুনবাজার জামে মসজিদের খতিব মুফতি আমজাদ হোসাইন বলেছেন, যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে যাদের ধারণা স্পষ্ট নয়— তারাই জঙ্গিবাদে বিশ্বাস করে। জঙ্গিবাদসহ যারা আত্মঘাতী হামলায় জড়িত  তারা ইসলাম ধর্মকেই কলঙ্কিত করছে। এসব জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো যোগসূত্র নেই। সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গিবাদী কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন তিনি। মুফতি আমজাদ আরও বলেন, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। শুধু জঙ্গিবাদ নয়, ফিতনা-ফ্যাসাদেরও স্থান নেই ইসলামে। তিনি উল্লেখ করেন, জিহাদ আর জঙ্গিবাদকে এক করে দেখারও কোনো সুযোগ নাই। রসুল (সা.) যত যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তার কোনোটিই আক্রমণাত্মক ছিল না। একান্ত অপারগ হয়ে নিজেদের রক্ষা করতেই এসব যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা। অগ্রগামী হয়ে তারা কাফেরদের ওপরও কখনো আক্রমণ করেননি। সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু সবই আল্লাহর বান্দা। মুফতি আমজাদ বলেন, ধর্ম চাপিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয়। বল প্রয়োগ করে, চাপ দিয়ে মানুষকে ধর্মান্তরিত করা ইসলাম সমর্থন করে না। তাকওয়া, আচার-ব্যবহার, আকিদা ইত্যাদি দেখে কেউ আকৃষ্ট হয়ে সেই ধর্মে দীক্ষিত হতে পারেন।

সম্প্রতি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মসজিদ-মন্দিরে জঙ্গিবাদী হামলার ব্যাপারে এ মুফতি বলেন, দেশের শান্ত পরিবেশ অশান্ত করতে এমন হামলা হচ্ছে। এভাবে মানুষ মারা ইসলাম সমর্থন করে না। এ অবস্থায় মানুষের মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরা দরকার। কারণ অনেক ক্ষেত্রে ভ্রান্ত ধারণার জন্যও জঙ্গিবাদের উত্থান ঘটে। তাই ইসলাম ও জঙ্গিবাদ এক বিষয় নয়— এটি আমাদের পরিষ্কার করতে হবে।

সর্বশেষ খবর