মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত, অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গত রাত সাড়ে ৭টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশ্ববিদ্যালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের আসিফ ও প্রথম বর্ষের শিক্ষার্থী মামুন।

আসিফের বাড়ি ত্রিশালে এবং মামুনের বাড়ি ময়মনসিংহের ঘুণ্ডি এলাকায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রাত সাড়ে ৭টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের মোড় এলাকায় নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আসিফ ও মামুন নিহত হন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

সর্বশেষ খবর