মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করার দাবি

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজন্ম ৭১-এর মানববন্ধন —বাংলাদেশ প্রতিদিন

সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য এবং শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের নিন্দা জানিয়ে অবিলম্বে ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ তৈরি করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজম্ম-৭১। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন থেকে তারা সরকারের প্রতি এ দাবি জানান। মানববন্ধনে তৌহিদ রেজা নূরের উপস্থাপনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির, আলিম চৌধুরীর মেয়ে নুজাত চৌধুরী, জহির রায়হানের ছেলে অনল রায়হান, শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, জ্যোর্তিময় গুহঠাকুরতার মেয়ে মেঘনা গুহঠাকুরতা, সিরাজউদ্দিনের ছেলে জাহিদ রেজা নূর, অধ্যাপক রাশেদুল হাসানের মেয়ে রুকাইয়া হাসান প্রমুখ।

সর্বশেষ খবর