মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী

থার্টিফার্স্টে সন্ধ্যার পর অনুষ্ঠান নয়

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রেক্ষাপট বিবেচনা করে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে হবে। এবারের থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো আনন্দ-উৎসব পালনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরামর্শ করতে হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) পরিচালনায় একটি অধিদফতর প্রতিষ্ঠার জন্য এ-সংক্রান্ত আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় বেসামরিক  বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আন্তর্জাতিক পর্যটন বর্ষ উপলক্ষে আতশবাজিসহ অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর সূত্র ধরে প্রধানমন্ত্রী বলেন, থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর অনুষ্ঠান করা ঠিক হবে না বলে আমি মনে করি। বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রেক্ষাপট বিবেচনা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে নববর্ষ পালন করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী পয়লা বৈশাখ বাংলা নববর্ষের কথা উল্লেখ করে বলেছেন, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রী লাঞ্ছনার ঘটনা ঘটলে এ নিয়ে আন্দোলন হয়। কিন্তু কেউ সাক্ষ্য দিতে আসে না। অনেকের হাতে মোবাইল থাকলেও কেউ ছবিও তোলেনি। যদি ছবি তোলা হতো তাহলে সেটি কাজে আসত। সূত্র জানায়, বৈঠকে এ প্রসঙ্গে আলোচনায় অংশ নিয়ে অনেকেই বলেন, নির্যাতিত ছাত্রীও কোনো বক্তব্য দেয়নি। কোনোরকম সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন নিয়েও এখন আবার প্রশ্ন তোলা হচ্ছে। এদিকে গতকালের বৈঠকে বিএনসিসি অধিদফতর প্রতিষ্ঠার জন্য আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন এই আইনের আওতায় বিএনসিসি অধিদফতর প্রতিষ্ঠা করা হবে। ১৯৫০ সালের একটি আইনের আলোকে বিএনসিসি চলছিল। কোনো পূর্ণাঙ্গ আইন ছিল না, তাই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ন্যাশনাল ক্যাডেট কোরের পরিধি বিস্তৃত হওয়ায় একে আইনি কাঠামোতে এনে সুসংগঠিত ও গতিশীল করতে এ আইন করা হচ্ছে। তিনি বলেন, বিশেষ করে ছাত্রদের নিয়ে গঠিত এ স্বেচ্ছাসেবী সংগঠনটির জন্য অধিদফতর গঠনের পর তা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আইনে বিস্তারিত বলা হয়েছে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পর্যটনবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবেও সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, পর্যটনকে গতিশীল করতে বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ তৈরি করা হবে, সেসব দেশের সঙ্গে সাংস্কৃতিক কার্যক্রম বিনিময় হবে।

সর্বশেষ খবর