মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেই রাজাকারপুত্র আওয়ামী লীগ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

চিহ্নিত এক রাজাকারের ছেলে আওয়ামী লীগের মনোনয়নে পৌরসভার মেয়র পদে লড়ছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বির পিতা তমিজ উদ্দিন একাত্তরে ছিলেন কুখ্যাত রাজাকার। মুক্তিযুদ্ধ চলাকালীন সোনারগাঁয়ের জিআর ইনস্টিটিউটের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা এমতাজ উদ্দিন হত্যার অন্যতম অভিযুক্ত রাজাকার তমিজ উদ্দিন। তার বিরুদ্ধে আছে ব্যাপক লুটপাটের অভিযোগ। এমনকি তিনি ১৯৭২ সালে সোনারগাঁ উদ্ধবগঞ্জ বাজার জনতা ব্যাংক শাখা ডাকাতি মামলায় ৯ বছর কারাভোগও করেছেন। শুধু তাই নয় প্রার্থী ফজলে রাব্বির বর্তমান বাড়িটিও হিন্দু সম্প্রদায়ের থেকে দখল করা। এমন কুখ্যাত রাজাকার পুত্রকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় রাজনীতিতে। এ কারণে আওয়ামী লীগেরই বড় একটি অংশ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা রাজ্জাক আলী বলেছেন, ‘রাব্বির বাপে মুক্তিযোদ্ধা আনোয়ার মাস্টারকে মারছে, ব্যাংক লুট কইরা জেল খেটেছে। আর পুত্রকে দিছে নৌকা মার্কা! ভাবতেই বুকটা ফাইট্টা যায়।’ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা বলছেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবুর ভগ্নিপতি এই মেয়র প্রার্থী রাজাকারপুত্র ফজলে রাব্বি। এমপি নজরুল ইসলাম বাবু ও সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের মাধ্যমে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে রাজাকারপুত্রকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের প্রতি আনুগত্য ও স্থানীয় প্রভাবশালী নেতাদের তোপের মুখে পড়ার ভয়েই আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা প্রকাশ্যে নৌকার বিরোধিতা না করলেও মাঠে নামছেন না। অন্যদিকে, নিজের ভগ্নিপতি ফজলে রাব্বির পক্ষে আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু ও সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের লোকজন ব্যাপকভাবে মাঠে নেমেছেন। ইতিমধ্যেই কেন্দ্র দখলের ঘোষণাও দেওয়া হয়েছে। তাই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তাদের মধ্যে নানা শঙ্কাও ঘনীভূত হচ্ছে। এ ছাড়া অনেকে ভোট কেন্দ্র দখলের আশঙ্কাও করছেন। পৌরসভার বিদায়ী মেয়র ও স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান বলেছেন, ‘বহিরাগতদের এনে জড়ো করা হচ্ছে সোনারগাঁয়ে। ভোটের দিন কেন্দ্র দখলের ঘোষণা দিয়েছেন সাবেক এমপি কায়সার হাসনাত। এমতাবস্থায় ভোটাররা শঙ্কিত।’ বিএনপির প্রার্থী মোশারফ হোসেন বলেন, ‘সরকারদলীয় প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইক্রোবাস ও মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাদের গাড়ি বহরের প্রচারণা তাণ্ডবে জনমনে আতঙ্কও তৈরি হচ্ছে।

সর্বশেষ খবর