মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
র‌্যাব-বনদস্যু বন্দুকযুদ্ধ

সুন্দরবনে আকাশ বাবুসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু ‘আকাশ বাবু বাহিনী’র প্রধান আকাশ বাবু ও তার ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত হয়েছেন। গতকাল সকালে তাম্বুলবুনিয়ার খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১৭টি আগ্নেয়াস্ত্র, ৪৪৪ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের কার্ড ও বিপুল পরিমাণ রশদ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, বন্দুকযুদ্ধে বনদস্যু আকাশ বাবু বাহিনী প্রধান কাশেম বিল্লাল ওরফে আকাশ বাবু (৪০) ও তার সেকেন্ড ইন কমান্ড ফরিদ শেখ ওরফে মেজ ভাই (৪২) নিহত হয়েছেন। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৪টি এলজি, ৫টি কাটা বন্দুক, ৬টি একনলা বন্দুক, ২টি এয়ার রাইফেল, ৩৩টি বন্দুকের কার্তুজ, ১৪৭ রাউন্ড পয়েন্ট ২২ বোর রাইফেলের গুলি, ২৬৪টি এয়ার গানের গুলি, ৩৬টি বন্দুকের গুলির খোসা, ৭টি ধারালো অস্ত্র, চাঁদা আদায়ের কার্ড ও বিপুল পরিমাণ রশদ সামগ্রী। র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, র‌্যাবের নিয়মিত টহল চলার সময় বনদস্যুরা গুলিবর্ষণ শুরু করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে সুন্দরবনের গহিন অরণ্যে। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করতে গেলে আকাশ বাবু ও ফরিদ শেখের মৃতদেহ পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য জিনিসপত্র ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। দুপুরে নিহত দুই বনদস্যুর লাশ মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মংলা থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর