মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

জয়-জুঁইয়ের সংসারে নতুন অতিথি

চকরিয়া প্রতিনিধি

জয়-জুঁইয়ের সংসারে নতুন অতিথি

জয়-জুঁইয়ের সংসারে দ্বিতীয়বারের মতো নতুন অতিথির আগমন ঘটেছে। জন্ম নিয়েছে দুই শাবক। তাদের নাম রাখা হয়েছে ‘নয়ন’ ও ‘আঁখি’। এই দুই শাবককে বাঁচিয়ে রাখতে সেবা-শুশ্রূষার পাশাপাশি গড়ে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিকপর্যবেক্ষণে রাখতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এই শাবক দুটি তিন মাস আগে জন্ম নিলেও গোপন রাখা হয়েছে তথ্যটি। কোনো মিডিয়া কর্মীকেও জানানো হয়নি। এর আগে তিনটি শাবক জন্ম নিলেও বাঁচাতে না পারায় এবার এই কঠোর গোপনীয়তা। এর ফাঁকেও বেষ্টনীর ছাদে উঠে জুঁইয়ের সঙ্গে শাবক দুটি দেখে পার্কে আসা পর্যটকরা বাড়তি আনন্দ পাচ্ছেন।  সরেজমিন সাফারি পার্ক ঘুরতে গেলে বাঘ বেষ্টনীর ছাদে দেখা মেলে বেশকিছু নারী-পুরুষ দর্শনার্থীর। তারা হৈ-হুল্লোড় করছেন। অনেকেই মোবাইলে ছবি তুলছিলেন। ঘটনা জানতে ছাদে গিয়ে দেখা যায়, জয়-জুঁইয়ের সংসারে নতুন দুই অতিথি আগমনের দৃশ্য। তিন মাস বয়সী নয়ন ও আঁখি মা জুঁইয়ের সঙ্গে খেলছিল। মাঝে-মধ্যে দুধ খাওয়ার চেষ্টাও করছিল। দুই ব্যাঘ্র শাবক জন্ম নেওয়ার ব্যাপারে জানতে চাইলে পার্কের কর্মকর্তা-কর্মচারী কেউই প্রথমে মুখ খুলেননি। একপর্যায়ে সাফারি পার্কের রেঞ্জ অফিসার নুরুল হুদা বলেন, গত ৫ মে সন্ধ্যায় জুঁই জন্ম দেয় তিন শাবক। চোখ ফোটার আগেই মারা যায় এরা। তাই এবার কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা অবলম্বন করা হয়। ব্যাঘ্র শাবক দুটি বাঁচিয়ে রাখতে এই পরিকল্পনা। নির্দেশনা ছিল শাবক দুটির বয়স চার মাস পুরো হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের জানানো হবে।

রেঞ্জ অফিসার আরও বলেন, শাবক দুটি জন্ম নেওয়ার ১৫ দিন আগে থেকেই মা বাঘ জুঁইকে পর্যবেক্ষণে রাখতে ছোট এনক্লোজারে সিসি ক্যামেরা বসানো হয়। শাবক জন্ম নেওয়ার পরও ওই ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। শাবক দুটিকে প্রথমে কৃত্রিম খাবার দেওয়া হলেও বর্তমানে মায়ের দুধ খাচ্ছে। জুঁইকে মাংস দেওয়া হলে ওই মাংসও একটু একটু খেতে চাচ্ছে ‘নয়ন ও আঁখি’ ভাই-বোন জুটি।

সর্বশেষ খবর