বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

১৩ পৌরসভার ১১টিতেই লড়বে নৌকা-ধানের শীষ

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ১৩টি পৌরসভার মধ্যে ১১টিতেই নৌকা-ধানের শীষের লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্য দুটিতে নৌকার সঙ্গে লড়াই হতে পারে জামায়াত সমর্থিত জগ প্রতীকের। জনমতের সাধারণ ধারণা থেকে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচনের শুরু থেকেই মাঠে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রচারণা চালিয়েছেন। তারা ভোট চেয়েছেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করার আশ্বাস দিয়েছেন। ১৩টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন তিনটি পৌরসভায় ও বিএনপির আছে সাতটিতে। এই পৌরসভার কোনো কোনোটিতে বিএনপির বিদ্রোহী ও জামায়াতের প্রার্থীও রয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ রাজশাহীর ১৩টি পৌরসভার ১৩৯টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। এর মধ্যে ৩৯টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তানোর ও মুণ্ডুমালার সবকটি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের তথ্যানুযায়ী, অধিক ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে নওহাটার চারটি কেন্দ্র, কেশরহাটের দুটি, ভবানীগঞ্জের তিনটি, তাহেরপুরে চারটি, পুঠিয়ায় তিনটি, চারঘাটে তিনটি ও আড়ানীতে দুটি ভোটকেন্দ্র। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বিধানের স্বার্থে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচন অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা প্রত্যাশা করছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ব্যতীতই ভোট নির্বিঘ্নে সম্পন্ন হবে।

সর্বশেষ খবর