বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৯ পৌরসভায় লড়াই হবে নৌকা ধানের শীষে

বগুড়া

আবদুর রহমান টুলু, বগুড়া

সময় নেই। প্রচার-প্রচারণা শেষ। এখন ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে জয়ী করার প্রত্যাশায় কেন্দ্রে যাবেন ভোটাররা। বগুড়ার ৯ পৌরসভায় প্রচারণা শেষে ভোটাররা বলছেন, ধুনট ও নন্দীগ্রামে পৌরসভায়  লড়াই হবে ত্রিমুখী এবং বাকি সাতটিতে মূল লড়াই হবে নৌকার সঙ্গে ধানের শীষের। জেলা প্রশাসন থেকে নির্বাচনের দিন সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। বগুড়া জেলা সার্ভার স্টেশন সূত্রে জানা গেছে, আজ জেলার ৯টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় জনবল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আনসার সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন। পুলিশ, আর্মড পুলিশ, বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছেন। ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলার ৯টি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ৯১১ জন। ভোটাররা জেলার ১৭৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়ে যাওয়ায় প্রার্থীরাও ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। পৌরসভাগুলোতে মেয়র পদে নৌকা ও ধানের শীষের প্রচার হয়েছে বেশি। বগুড়ার ধুনট ও নন্দীগ্রামে দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় লড়াই হবে ত্রিমুখী। এ ছাড়া অপর সাতটি পৌরসভায় লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। বগুড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমানের ধানের শীষের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর নৌকার মধ্যে। দেশের বৃহত্তম ও প্রথম শ্রেণির এ পৌরসভায় বর্তমান ভোটারসংখ্যা ২ লাখ ৪৮ হাজার। এর সাধারণ ওয়ার্ড ২১টি এবং ভোটকেন্দ্র ১০১টি। শেরপুর পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র স্বাধীন কুমার কুণ্ডুর ধানের শীষের সঙ্গে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের নৌকার মধ্যে। এ পৌরসভায় ভোটারসংখ্যা ২০ হাজার ৬৪১। কাহালু পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র হেলাল উদ্দিন কবিরাজের নৌকার সঙ্গে বিএনপির আবদুল মান্নান ওরফে ভাটা মান্নানের ধানের শীষের মধ্যে হচ্ছে মূল লড়াই। এখানে ভোটারসংখ্যা ৯ হাজার ৮৫৮। শিবগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থী মতিয়ার রহমান মতিনের ধানের শীষের সঙ্গে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী সাংবাদিক তৌহিদুর রহমান মানিকের নৌকার মধ্যে। এখানে ভোটারসংখ্যা ১৬ হাজার ১৯১। নন্দীগ্রাম পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সুশান্ত কুমার শান্তর ধানের শীষের সঙ্গে বিএনপির বিদ্রোহী সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েলের জগ এবং আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম পিংকুর নৌকার মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। এখানে ভোটারসংখ্যা ১৩ হাজার ৮৪১। ধুনট পৌরসভায় বর্তমান মেয়র ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী এ জি এম বাদশার জগ, আওয়ামী লীগের প্রার্থী শরিফুল ইসলাম খান শরীফের নৌকা ও বিএনপি প্রার্থী সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডলের ধানের শীষের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। এখানে ভোটারসংখ্যা ৯ হাজার ৯১৬। সারিয়াকান্দি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আলমগীর শাহী সুমনের নৌকার সঙ্গে বর্তমান মেয়র বিএনপি প্রার্থী টিপু সুলতানের ধানের শীষের মধ্যে লড়াই হচ্ছে। এ পৌরসভায় ভোটারসংখ্যা ১৩ হাজার ৭৬৮। গাবতলী পৌরসভায় বিএনপি মনোনীত বর্তমান মেয়র সাইফুল ইসলাম সাইফের ধানের শীষের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী মোমিনুল হক শিলর নৌকার মধ্যে। এখানে ভোটারসংখ্যা ১৫ হাজার ৪১৬। সান্তাহারে বিএনপি মনোনীত বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টোর ধানের শীষ ও আওয়ামী লীগের রাশেদুল ইসলাম রাজার নৌকার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। এখানে ভোটারসংখ্যা ২৩ হাজার ১৭।

সর্বশেষ খবর