বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভোট শুরু রাত ১২টায়!

মাদারীপুর প্রতিনিধি

ভোট শুরু রাত ১২টায়!

মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে ভোট শুরুর আগেই ব্যালটে সিল দেওয়া, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অভিযোগে কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা প্রিসাইডিং অফিসারদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালট পেপার ছিনতাই করে নৌকা প্রতীকে সিল মারতে থাকে। এ ঘটনায় কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল দেয়। বিষয়টি রাতেই রিটার্নিং কর্মকর্তাসহ ম্যাজিস্ট্রেককে জানানো হলে গতকাল সকাল সোয়া ৮টার দিকে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন বলেন, নির্বাচন অনুষ্ঠানের আগেই দুই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটায় ওই কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তিনি বলেন, কালকিনি পৌরসভার কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮২২টি ব্যালট পাওয়া যায়নি এবং জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল দেওয়া পাওয়া যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর