বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
দৃশ্যপট সীতাকুণ্ড

ভোটার লাইন শূন্য বাক্স পূর্ণ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

সকাল ৯টা। ভোটকেন্দ্রের নাম সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়। ভোটাধিকার প্রয়োগ করতে আসেন রাকিব (ছদ্মনাম) নামে সরকারি এক কর্মকর্তা। কেন্দ্রে প্রবেশ করতে চাইলে কয়েকজন যুবক গতি রোধ করে তাকে জানায়, ‘কষ্ট করে ভোট দিতে যাওয়ার দরকার কী, আমরাই নিজ দায়িত্বে আপনার ভোট দিয়ে দিয়েছি! আপনি কষ্ট করে কেন্দ্রে প্রবেশ না করে বাসায় গিয়ে ঘুমান।’ শুধু এ কেন্দ্র নয়, সীতাকুণ্ডের বেশির ভাগ কেন্দ্রের চিত্র ছিল এ রকম। অভিযোগ উঠেছে, বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ আবুল মনসুরসহ বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীদের অনেকেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় ভোটারদের কোনো লাইন না থাকলেও ওই সময়ের মধ্যেই ২০০ ভোট কাস্ট হয়েছে বলে দাবি করেছেন প্রিসাইডিং অফিসার সুশান্ত সাহা। একই চিত্র ছিল শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের। বেলা সাড়ে ১১টার মধ্যে ওই কেন্দ্রের প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার অধ্যাপক জহিরুল আলম চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটারদের সবাই সাতসকালে এসে ভোটাধিকার প্রয়োগ করে বাসায় চলে গেছেন। তাই ভোটারদের কোনো লাইন নেই।’ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী অভিযোগ করেন, ‘ভোট শুরু হওয়ার আগেই সীতাকুণ্ডসহ চট্টগ্রামের সিংহভাগ কেন্দ্র দখলে নিয়েছে সরকারি দলের নেতা-কর্মীরা। তারা জাল ভোট দিয়ে সকাল ১০টার মধ্যেই নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত করেছে। তাই চট্টগ্রামের সব পৌরসভার পুনর্নির্বাচন দাবি করছি।’ নিজের ও পরিবারের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার অভিযোগ করেছেন সীতাকুণ্ড পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ আবুল মনসুর। তিনি বলেন, ‘সকাল ৯টায় আমি এবং আমার পরিবারের লোকজন সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে সরকারদলীয় নেতা-কর্মীরা আমাদের বের করে দেয়। পরে আমরা ভোটাধিকার প্রয়োগ না করেই ফিরে যাই।’ পৌরসভার প্রতিটি কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৌহিদুল হকের প্রধান এজেন্ট কামরুজ জাহান। বেলা ১২টায় তিনি এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন। কেন্দ্র দখলের বিষয়টি অস্বীকার করে রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম বলেন, ‘বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া সীতাকুণ্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’

ভোট দিতে পারেননি সীতাকুণ্ডের বিএনপির মেয়র প্রার্থী : চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবুল মনছুর নিজে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন।  অভিযোগে তিনি বলেন, ‘আজ সকাল ৯টার দিকে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে সরকারদলীয় লোকজন আমাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেয়। পরে আমি ভোট না দিয়েই ফিরে যাই।’ তিনি বলেন, কেবল আমি না, আমার পরিবারের কেউই ভোট দিতে পারেনি। যেখানে একজন মেয়র প্রার্থীই ভোট দিতে পারে না সেখানে সুষ্ঠু ভোট কীভাবে সম্ভব? অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাত থেকেই ককটেল ও গ্রেনেড ফাটিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ফলে সাধারণ ভোটাররা শঙ্কায় থাকায় কেন্দ্রে উপস্থিতির হার কম ছিল।

সর্বশেষ খবর