বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

ঢাকা মেডিকেলের ওটিতে রোগীর শ্লীলতাহানি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) এক তরুণী রোগীর শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ সময় ওই তরুণী চিত্কার করে ওটি থেকে বেরিয়ে যান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের তৃতীয় তলায় ৪ নম্বর ওটিতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন ওই তরুণী। ওই রোগীর স্বজনরা জানান, সকাল ১০টার দিকে ওই তরুণীকে পেটব্যথার কারণে রামপুরার বনশ্রী থেকে ঢামেক হাসপাতালের ১০৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর চিকিত্সকরা পরীক্ষা-নিরীক্ষা করে রাতে অপারেশন করার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী রাত ১১টায় তাকে ওটিতে নেওয়া হয়। এ সময় ওটিতে থাকা লোকজন তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ পরিস্থিতিতে তিনি চিত্কার করে ওটি থেকে বেরিয়ে আসেন। তিনি স্বজনদের বলেন, আমি মরে গেলেও এখানে অপারেশন করব না। পরে তিনি স্বজনদের নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। তবে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনা শোনার পর আমি হাসপাতালের অপারেশন থিয়েটার পরিদর্শন করেছি। আমি সেখানকার ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয়দের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, তরুণী এই হাসপাতালে চিকিত্সা করাবেন না বলে চিকিত্সকদের ওপর শ্লীলতাহানির অভিযোগ এনে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। এ ছাড়া অপারেশন থিয়েটারে ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয়সহ সবসময় ৬-৭ জন লোক থাকেন। তাদের সামনে এ ধরনের ঘটনা ঘটানো অসম্ভব বলে জানান পরিচালক।

সর্বশেষ খবর