শিরোনাম
রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

লাগাতার কর্মবিরতির ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ অন্যান্য দাবি আদায়ে আগামী ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এ ছাড়া একই দাবিতে তারা আজ কালো ব্যাজ ধারণ করে ক্লাস নেবেন এবং ৭ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন। গতকাল দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠক শেষে এ তথ্য জানান ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, গত আট মাস ধরে আমরা অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবনমনের প্রতিকার এবং মর্যাদা রক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। এরই অংশ হিসেবে গত বছরের ৬ ডিসেম্বর আমরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেছি। অর্থমন্ত্রীও অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেলসহ সপ্তম বেতন কাঠামোর ন্যায় অন্যান্য সুযোগ-সুবিধা অব্যাহত রাখা, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিনিয়র সচিবদের জন্য যে স্থান রাখা হয়েছে- সেখানে গ্রেড-১ প্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে একটি অংশকে শতকরা হারে উন্নীত করার বিধান রাখা এবং অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রারম্ভিক বেতন সপ্তম গ্রেড থেকে সম্ভব না হলেও অষ্টম গ্রেড থেকে শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অষ্টম জাতীয় বেতন কাঠামোতে তৃতীয় প্রতিশ্রুতিটি ছাড়া অন্য দুটি রক্ষা করা হয়নি। তাই অর্থমন্ত্রীর দেওয়া অন্য দুটি প্রতিশ্রুতি পূরণ করা না হলে আগামী ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ খবর