রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফের বাস পিষে গেল অটোরিকশা চালককে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় সিএনজিচালিত এক আটোরিকশা চালককে পিষে গেল বাস ড্রাইভার। নিহত চালকের নাম রাশেদ আলী (৩৫)। গত শুক্রবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার বিকালে ওয়াপদা রোডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালক বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আগে রাজধানীর উত্তরায় একইভাবে সিএনজিচালিত এক অটোরিকশা চালককে হত্যা করা হয়। রাশেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহত রাশেদের ভাগ্নে হারুন। তিনি বলেন, ঘটনার দিন বিকাল সাড়ে ৪টার দিকে রামপুরা ওয়াপদা রোডের বিপরীত দিকে একটি হোটেল সংলগ্ন রাস্তা পার হচ্ছিলাম রাশেদ মামা ও আমি। এ সময় সামনে থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি বাস আমাদের ধাক্কা দেয়। এরপর বাসটি থামিয়ে বাসের ভিতরে ড্রাইভার, কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে আমাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামাকে (রাশেদ) ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় কন্ডাক্টর। মামা রাস্তায় পড়ে গেলে তাকে পিষ্ট করে বাসটি জোরে টেনে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। রামপুরা থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তাফিজুর রহমান জানান, নিহত রাশেদের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় বাস চালক বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের বাবার নাম সেকেন্দার আলী। তাদের বাড়ি জামালপুর সদর থানার কৈটলা গ্রামে। নিহত রাশেদ পরিবার নিয়ে পূর্ব হাজীপাড়ার বৌবাজারে থাকতেন।

সর্বশেষ খবর