শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

বিয়ে ঠেকাতে ছেলে হওয়ার নাটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শগুনদীঘি তিরিন্দ্র গ্রাম। সেখানে কৃষি শ্রমিক লিটনের বাড়ি। গত বৃহস্পতিবার সকাল  থেকেই বাড়িটিকে ঘিরে হুলুস্থূল শুরু হয়ে যায়। কারণ লিটনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে চামেলী আক্তার (১৪) রাতে ঘুমিয়ে ছিল, সকালে উঠে দেখে সে ছেলে হয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে। সর্বত্র হুলুস্থূল পড়ে যায়।

তবে এ কাণ্ডের অবসান ঘটে চামেলীকে হাসপাতালে নেওয়ার পর। তাকে কালবিলম্ব না করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, চামেলীর শারীরিক কোনো পরিবর্তনই হয়নি। চিকিৎসক ডা. হোসেন আলী বলেন, চামেলী আক্তারকে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো পরিবর্তন পাওয়া যায়নি। হরমনজনিত কারণে এ রকম পরিবর্তন ধীরে ধীরে ঘটতে পারে বটে, কিন্তু চামেলীর ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি। এরপর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ঘটনার জট খোলে। চামেলীর পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের জন্য চামেলীকে দেখতে গত বুধবার ছেলেপক্ষের লোকজন আসে। তারা তাকে দেখে যায়। কিন্তু চামেলীর সঙ্গে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। তাছাড়া সে বাল্যবিয়েতে রাজি নয়। আর এ কারণেই চামেলী এমন নাটক করেছে।

সর্বশেষ খবর