বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ইউপি নির্বাচনে দুই দলের কৌশল

স্থানীয় নেতারা চূড়ান্ত করবেন আওয়ামী লীগ প্রার্থী

শাবান মাহমুদ

আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মাঠপর্যায়ের নেতাদের দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। দলীয় সংসদ সদস্য নন, তৃণমূলের নেতারাই চূড়ান্ত করবেন দলীয় প্রার্থী। আওয়ামী লীগের নীতিনির্ধারকরা মনে করছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে দলে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গ্রুপিং কিংবা বিভাজন সৃষ্টি না হয় সেজন্য ত্যাগী নেতাদেরই মূল্যায়ন হওয়া উচিত। সূত্রমতে, ইউপি চেয়ারম্যান পদে ত্যাগী ও মাঠের নেতাদেরই মনোনয়ন দেওয়া হবে।

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে সংশ্লিষ্ট এলাকার এমপিদের নিরপেক্ষ থাকতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দলের পক্ষে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরাই প্রাথমিক পর্যায়ের বাছাই তালিকা পাঠাবেন কেন্দ্রে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রত্যেক ইউনিয়নের জন্য একজন করে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে তৃণমূলের নেতারা। সূত্রমতে, প্রতিটি ইউনিয়নে দলের পক্ষে একজন প্রার্থী চূড়ান্ত করতে জটিলতা তৈরি হলে সেখানে বিকল্প প্রার্থীর তালিকা পাঠাবেন স্থানীয় পর্যায়ের নেতারা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শের আলোকে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে কেন্দ্র। দলীয় প্রার্থী বাছাই কিংবা চূড়ান্ত করতে দলীয় সংসদ সদস্যদের সরাসরি ভূমিকা না থাকলেও তাদের পরামর্শ কাজে লাগাতে পারেন স্থানীয় নেতারা। তবে প্রার্থী মনোনয়নে তৃণমূল নেতাদের মতামত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কেন্দ্রে। সূত্রমতে, দলীয় প্রার্থী বাছাই করতে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। প্রার্থী বাছাইয়ের উদ্যোগ হিসেবে সাংগঠনিক তত্পরতা শুরু করেছেন উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতারা। সংশ্লিষ্ট ইউনিয়নের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছেন। ইউনিয়ন নেতারা তালিকা করে তা পাঠাবেন উপজেলা আওয়ামী লীগের কমিটিকে। ইউনিয়ন নেতাদের পাঠানো রিপোর্টের আলোকে উপজেলা আওয়ামী লীগ তা চূড়ান্ত করতে যৌথ সভা করবেন। সংশ্লিষ্ট সূত্রমতে, সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী মাসে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠাবে স্থানীয় পর্যায়ের নেতারা। উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের পাঠানো রিপোর্ট পর্যালোচনা করে তা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠিতে চূড়ান্ত করবে দলীয় মনোনয়ন। সূত্রমতে, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক শক্তিও বাড়াতে চায় আওয়ামী লীগ। এ লক্ষ্যে, দায়িত্বপ্রাপ্ত সব সাংগঠনিক সম্পাদক সফর করবেন জেলায় জেলায়। নির্বাচনকে ঘিরে দলে যাতে কোনো ধরনের বিভাজন কিংবা বিভেদ সৃষ্টি না হয় সে ব্যাপারেও সতর্ক পদক্ষেপ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে। সূত্রমতে, আওয়ামী লীগ সভানেত্রী চান স্থানীয় পর্যায়ে ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই মূল্যায়ন হোক। এ ব্যাপারে জানতে চাওয়া হলে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক ও সুসংগঠিত রাজনৈতিক দল। এই দলে গণতান্ত্রিক চর্চা ও তৃণমূল নেতাদের মতামতের আলোকেই দলীয় প্রার্থী চূড়ান্ত হবে। আশা করি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কেন্দ্রের নির্দেশ মেনেই তৃণমূলের নেতারা কাজ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর