বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
চিঠি যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

এমপি শরীফের বিরুদ্ধে ইসির নালিশ

নিজস্ব প্রতিবেদক

এমপি শরীফের বিরুদ্ধে ইসির নালিশ

দলীয় মেয়র প্রার্থীকে জেতানোর ব্যবস্থা না নেওয়ায় রিটার্নিং কর্মকর্তাকে নানা ধরনের হুমকি দিয়েছেন সরকারদলীয় এক এমপি। এমন অভিযোগ এনে সেই এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সভায় এ সংক্রান্ত চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পালকে হয়রানির অভিযোগ এসেছে ময়মনসিংহ-২ আসনের আওয়ামী লীগের এমপি শরীফ আহমেদের বিরুদ্ধে। ভোট শেষ হওয়ার পরে এ নিয়ে কিছু করার না থাকায় সংসদ সদস্যদের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে সাংবিধানিক সংস্থাটি। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ জানান, ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় এমপির বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার অভিযোগ জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। সেখান থেকে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সরকারদলীয় প্রার্থীকে জয়যুক্ত করার বিষয়ে এমপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে হুকুম দিয়েছেন, তাকে হুমকি দিয়ে যাচ্ছেন। এটা তো থ্রেটের পর্যায়ে চলে গেছে। এ এমপির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা যথাযথ জায়গায় চিঠি দিতে সিদ্ধান্ত নিয়েছি। জানা গেছে, বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আনতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও স্পিকারের কাছে পৌঁছাতে সংসদ সচিবের কাছে পাঠানো হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পরই ইসি সচিবালয় কমিশনের সিদ্ধান্তের জন্য বিষয়টি উপস্থাপন করে। কমিশন এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়। ৩০ ডিসেম্বর এ পৌরসভায় ভোট হয়। বিএনপির আমিনুল হক ৪ হাজার ৮৩৭ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হন। নিকটতম আওয়ামী লীগের শশধর সেন পান ৩ হাজার ৮৯২ ভোট। ওই রাতে রিটার্নিং কর্মকর্তা সুব্রত পাল নির্বাচনের ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীকে ভোটের আগে আচরণবিধি লঙ্ঘনের জন্য শোকজ নোটিশও দিয়েছিলেন এ রিটার্নিং কর্মকর্তা। ভোটের ফলাফল ঘোষণাকালে রিটার্নিং কর্মকর্তা সুব্রত পালের ইউএনও বাসভবনে বোমা হামলার ঘটনাও ঘটে। ইসি কর্মকর্তারা জানান, মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসন থেকে পাঠানো অভিযোগে স্থানীয় এমপির বিরুদ্ধে ভোটে প্রভাব খাটানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। সরকারদলীয় প্রার্থীকে জেতাতে ওই এমপি ফোনে বারবার তাগিদ দিয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থীকে না জেতালে ভয়ভীতিও প্রদর্শন করা হয়েছে রিটার্নিং কর্মকর্তাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর