বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

জাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ে পুলিশের বাধা

পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গেলে জাগরণ মঞ্চের কর্মীদের বাধা দেয় পুলিশ —বাংলাদেশ প্রতিদিন

গণজাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল রাজধানীর গুলশান-২ নম্বরে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনে পুলিশি বাধার মুখে পড়ে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। বেলা সোয়া ৩টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে নেতা-কর্মীরা গুলশান-২ নম্বর চত্বর  থেকে পাকিস্তান দূতাবাসের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ ইমরান এইচ সরকারকে নেতা-কর্মীদের নিয়ে ওই স্থান ত্যাগ করতে বলে। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা কামাল আতাতুর্ক সড়কের পানির ট্যাংকের দিকে গিয়ে সমবেত হন। এ সময় ইমরান এইচ সরকার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যাদের জঙ্গি দমন করার কথা, তারাই জঙ্গিবাদী কর্মকাণ্ড করে তাদের রক্ষা করছে। বাংলাদেশে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালিত হয় পাকিস্তান দূতাবাসের মদদ ও অর্থায়নে। তিনি আরও বলেন, বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ সোহেল ও রিয়াজ নামে মঞ্চের দুই কর্মীকে আটক করে নিয়ে গেছে। গণজাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-২ নম্বর চত্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিকালে কর্মসূচি চলাকালে ২ নম্বর চত্বর থেকে দূতাবাসের দিকে যাওয়ার রাস্তায় যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। ওই এলাকায় পুলিশের পাশাপাশি সাঁজোয়া যান ও প্রিজন ভ্যানও রাখা হয়। এ ছাড়া ২ নম্বর চত্বরের আশপাশের ভবনগুলোর ছাদেও নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়।

সর্বশেষ খবর