শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সপ্তাহজুড়েই সার্ভার বিপর্যয়

ক্ষতি কাটাতে বন্ধের দিনও খোলা থাকবে চট্টগ্রাম কাস্টম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সপ্তাহজুড়েই সার্ভার বিপর্যয়

চট্টগ্রাম কাস্টমসের সার্ভারে ধীরগতির কারণে গত সপ্তাহজুড়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। এ ক্ষতি কাটাতে গতকাল বন্ধের দিনও কাস্টমস হাউসের কার্যক্রম চলেছে, আজও চলবে। জাতীয় রাজস্ব বোর্ড এ নির্দেশনা জারি করেছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে সার্ভারে ধীরগতি দেখা দেয়। সন্ধ্যার পর সার্ভার পূর্ণ সচল হলেও দিনের সব কাজ শেষ করা যায়নি। তাই ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে বন্ধের দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি ধরে রাখা হচ্ছে। চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরু থেকেই আমদানি পণ্যের আইজিএম দাখিল করলে সার্ভার ধীরগতিতে কাজ করে। এরপর প্রতিদিন এ সমস্যার কারণে আমদানি-রপ্তানি কাজে ব্যাঘাত ঘটে। গত বৃহস্পতিবার সার্ভার খোলাই যায়নি। তাই সব ধরনের কাজ বন্ধ ছিল। সার্ভার সচল করতে কয়েক দিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডের টেকনিক্যাল বিভাগ কাজ করে যাচ্ছে।

 

সর্বশেষ খবর