শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সাগরে ফের মৃত্যুর মিছিল

১৭ শিশুসহ ৪২ শরণার্থীর প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সাগরে ফের অভিবাসন প্রত্যাশীদের  মৃত্যুর মিছিল। এজিয়ান সাগরের গ্রিক উপকূলে শরণার্থীবাহী পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৭ জনই শিশু। গতকাল গ্রিক দ্বীপ ফার্মাকোনিসি ও কালোলিমনসের উপকূলে নৌকা দুটি ডুবে যায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, ফার্মাকোনিসির উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে ৪৯ জন আরোহী ছিলেন। এদের মধ্যে  নয়জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে কালোলিমনসের উপকূলে অজানা সংখ্যক আরোহী নিয়ে ডুবে গেছে অপর একটি শরণার্থীবাহী নৌকা। এ ঘটনায় কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১৬ জন নারী, ৭ জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছে। অনুসন্ধান ও উদ্ধার তত্পরতা এখনো অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। গত বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রায় সাড়ে আট লাখ শরণার্থী আশ্রয় নেন। তাদের মধ্যে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে এজিয়ান সাগরে নৌকাডুবিতেই মারা যান কমপক্ষে ৭০০ জন। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর