শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সুরকার খোন্দকার নূরুল আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক

সুরকার খোন্দকার নূরুল আলম আর নেই

দেশবরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী খোন্দকার নূরুল আলম আর নেই। গতকাল দুপুরে ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে

তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার অসুস্থবোধ করলে তাকে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খোন্দকার নূরুল আলম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন, আক্রান্ত হয়েছিলেন পোলিওতেও। তার দাফন হতে পারে বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে। ‘চোখ যে মনের কথা বলে’, ‘এত সুখ সইবো কেমন করে’, ‘তুমি এমনই জাল পেতেছ সংসারে’, ‘এ আঁধার কখনো যাবে না মুছে’, ‘আমি চাঁদকে বলেছি আজ রাতে’, ‘কাঠ পুড়লে কয়লা হয়’, ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’ প্রভৃতি গানে সুর করেছেন খোন্দকার নূরুল আলম। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার, শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

সর্বশেষ খবর