মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিনিয়োগ বাধাগ্রস্ত জ্বালানি সংকটে

মনিরুজ্জামান মনি

বিনিয়োগ বাধাগ্রস্ত জ্বালানি সংকটে

‘রাজশাহী বরাবরই শিল্পের দিক থেকে পিছিয়ে। তবে নগরীতে গ্যাস সংযোগ দেওয়া শুরু হওয়ার পর বিনিয়োগে আগ্রহী হয়েছেন অনেকে। ঢাকা থেকে কয়েকজন ব্যবসায়ী বিনিয়োগ করেছেন। বিদেশের তিনটি প্রতিষ্ঠানও রাজশাহীতে বিনিয়োগে আগ্রহী। কিন্তু গ্যাস সংকটে রাজশাহীতে বিনিয়োগ থমকে আছে।’ এ মন্তব্য করেছেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মো. মনিরুজ্জামান মনি। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজশাহীর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে চারটি কাজ করা উচিত। এ জন্য প্রথমেই গ্যাস সংকটের সমাধান করা দরকার। দ্বিতীয়ত, রাজশাহী-ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা। চতুর্থত, ব্যবসা-বাণিজ্যের প্রসারে এ অঞ্চলে বিনিয়োগ করলে ব্যবসায়ীদের বিশেষ ছাড় দিতে হবে। মনিরুজ্জামান মনি মনে করেন, দেশের অধিকাংশ চাহিদা পূরণ করে থাকে রাজশাহী অঞ্চলের কৃষি। কিন্তু এখানে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। কারণ জ্বালানি ও পরিবহন সংকটের কারণে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হন না। গার্মেন্ট, গাড়ি তৈরির মতো শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন আসছে। কিন্তু গ্যাসের সংযোগ বন্ধ থাকায় উৎপাদনে যেতে পারছে না। এ কারণে শিল্পের দিক থেকে রাজশাহী পিছিয়ে পড়ছে। রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, শিক্ষানগরী রাজশাহী থেকে প্রতিবছরই হাজার হাজার শিক্ষিত কর্মক্ষম মানুষ বের হচ্ছে। কিন্তু কর্মসংস্থানের সুযোগ না থাকায় তারা ঢাকামুখী হয়ে পড়ছে। ফলে ঢাকার ওপর চাপ বাড়ছে। ঢাকাকে চাপমুক্ত রাখতে এখনই সরকারের উচিত এ অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে পদক্ষেপ নেওয়া।

সর্বশেষ খবর