মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জমজমাট ‘মধুমেলা’

সাইফুল ইসলাম, যশোর

জমজমাট ‘মধুমেলা’

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে কবির জন্মভিটায় জমে উঠেছে ‘মধুমেলা’। গতকাল মেলার চতুর্থ দিনে মানুষের ভিড় জমেছিল সাগরদাঁড়ির ঐতিহ্যবাহী দত্তবাড়ির আঙিনায়। সাধারণত কবির জন্মদিন থেকেই মেলা শুরু হয়ে থাকলেও এবার এসএসসি পরীক্ষার কারণে আগেই অর্থাৎ ২২ জানুয়ারি মেলা শুরু হয়েছে। মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

প্রতি বছর এই সময়ে সাগরদাঁড়িতে মধুকবির জন্মভিটায় আয়োজন করা হয় জমজমাট গ্রামীণ মেলার। মধুমেলা নামের এ আয়োজন চলে সপ্তাহজুড়ে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। দত্তবাড়ির বিশাল আঙিনাজুড়ে মেলায় গ্রামীণ হাজারো পণ্যের সমাহার তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে যাত্রা, সার্কাস, পুতুলনাচ, ভ্যারাইটি শো, নাগরদোলাসহ নানা আয়োজন। আর মেলা চলাকালে প্রতিদিনই কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মেলায় আগতরা মেলা উপভোগের পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে মহাকবির জন্মভিটা ও তার স্বজনদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর