মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী

কূটনীতিকদের বিদেশে বাজারও খুঁজতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতি অনুমোদন দেওয়া হয়। এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করতে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৩তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা শুভেচ্ছা জানিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের শুধু রাজনৈতিক বিষয় নিয়ে ভাবলে চলবে না। তাদের বাংলাদেশি পণ্যের বাজার তৈরির প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে হবে। বিদেশে কীভাবে দেশীয় পণ্যের বাজার তৈরি করা যায়, সে ব্যবস্থা করতে হবে। কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে, কোন পণ্য কোন দেশের বাজারে বেশি চলে, সে বিষয়গুলোও খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রনীতি অনুযায়ী ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ এ নীতির ভিত্তিতে দেশি পণ্য বিদেশের বাজারে তুলে ধরতে হবে। এদিকে বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে তার ৮৩তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। জন্মদিনের প্রসঙ্গটি তুলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরপর প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। প্রবীণ এই রাজনীতিবিদের প্রাণশক্তির প্রশংসা করে একজন মন্ত্রী বয়স উল্টে মুহিতকে তুলনা করলেন ৩৮ বছরের তরুণের সঙ্গে। ওই মন্ত্রী বলেন, তার যে অবস্থা তাতে বয়স ৮৩ না বলে ৩৮ বছর বলাই ভালো। অনেকেই তার এ কথায় সহাস্যে সায় দেন। একজন সিনিয়র মন্ত্রী রসিকতা করে অর্থমন্ত্রীকে বলেন, জন্মদিনের খাবার কই? এ সময় আরও কয়েকজন এই খাবারের আবদারে সায় দেন।

সর্বশেষ খবর