বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শিক্ষিতের হার বাড়লেও মান ততটা বাড়েনি

—অধ্যাপক এ কে আজাদ চৌধুরী

শিক্ষিতের হার বাড়লেও মান ততটা বাড়েনি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী  বলেছেন, দেশে শিক্ষিতের হার দিন দিন বাড়ছে। ২০০৮ সালে যেখানে স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ, মাত্র তিন বছরের ব্যবধানে তা প্রায় তিন গুণ বেড়ে ২০১১ সালে ৩১ লাখ হয়েছে। কিন্তু সংখ্যার বিচারে শিক্ষিতের হার বাড়লেও মানে ও গুণে ততটা সমৃদ্ধ হয়নি। এ ক্ষেত্রে উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, পাশের দেশ ভারতে ৮-১০টি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাংকিংয়ে রয়েছে সেখানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় ২ হাজারের মধ্যে থাকছে। এর পেছনে অনেক কারণ দায়ী বলে দাবি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েই অন্তত ৫০০ শিক্ষক ওয়ার্ল্ডের বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করার মতো রয়েছেন উল্লেখ করে এই ইমেরিটাস অধ্যাপক বলেন, আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোও অনেক ভালো করছে। ভবিষ্যতে এ দেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাংকিংয়ে স্থান করে নেবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর ১৯৯৮ সালের নিউজ উইকের একটি র্যাংকিংয়ে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান দখল করেছিল। উদ্দেশ্য আর লক্ষ্য নিয়ে কাজ করলে এখনো ওয়ার্ল্ড র্যাংকিংয়ে স্থান করে নেওয়া সম্ভব বলেও যোগ করেন তিনি। ড. এ কে আজাদ চৌধুরী বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থী সাড়ে ১৬ লাখ। এ সংখ্যা অনেক দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি উল্লেখ করে তিনি বলেন, আশাহত হওয়ার কারণ নেই। এরা দক্ষ হয়ে উঠলেই বাংলাদেশ শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক নিজ বিভাগে কম সময় দিচ্ছেন উল্লেখ করে ইউজিসির সাবেক চেয়ারম্যান বলেন, এটি অনৈতিক। এমন শিক্ষকের সংখ্যা খুব বেশি নয় বলেও যোগ করেন তিনি।

সর্বশেষ খবর