রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

চলে গেলেন চন্দ্রজয়ী এদগার মিচেল

প্রতিদিন ডেস্ক

চলে গেলেন চন্দ্রজয়ী এদগার মিচেল

চাঁদের বুকে পা রাখা ষষ্ঠ ব্যক্তি এদগার মিচেল (৮৫) আর নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিসের একটি হাসপাতালে চিকিত্সাধানী অবস্থায় বৃহস্পতিবার ক্যাপ্টেন মিচেলের মৃত্যু হয়। মিচেলের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। ১৯৭১ সালের ৫ ফেব্রুয়ারি মিচেল চাঁদের বুকে পা রাখেন। তার চাঁদে অবতরণের ৪৫ বছর পূর্তির একদিন আগেই তিনি সবাইকে ছেড়ে গেলেন। মহাকাশ অভিযাত্রায় তার নামটি উচ্চারিত হবে বহুদিন। পুরো নাম এদগার ডিন ‘ইড’ মিচেল। ১৯৩০ সালের ১৭  সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হেয়ারফোর্ডে জন্মগ্রহণ করেন তিনি। মার্কিন নৌ-কর্মকর্তা মিচেল পরে নাসার অভিযাত্রীক হিসেবে যোগ দেন। অ্যাপোলো ১৪ মিশনে চাঁদে যান তিনি এবং আরও পাঁচ মহাকাশবিজ্ঞানী। চাঁদের ফ্রা মৌরো উচ্চভূমি অঞ্চলে তিনি অবতরণ করেন। প্রায় ৯ ঘণ্টা তিনি চাঁদের বুকে ছিলেন। অ্যালান শেফার্ড জুনিয়রের সঙ্গী ছিলেন মিচেল। তারা চাঁদ থেকে প্রায় ১০০ পাউন্ড নমুনা সংগ্রহ করে আনেন। চন্দ্র অভিযান থেকে  ফেরার পর কিছুদিন নাসার সঙ্গে ছিলেন মিচেল। ১৯৭২ সালের ১ অক্টোবর নাসা অবসর নেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর