শিরোনাম
বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আবারও দুই বাসের চাপায় নিহত পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে দুই গাড়ির চাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল এম এ জুলহাসের (৩৫)। গতকাল সকাল পৌনে ৯টার দিকে বঙ্গবন্ধু এভেনিউর মোড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুঘর্টনার শিকার হন তিনি। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে। এর আগে, ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তান কেন্দ্রীয় মসজিদের সামনে দায়িত্ব পালনরত অবস্থায় দুই গাড়ির চাপায় মারা যান হুমায়ুন কবির (৫৩) নামে এক কমিউনিটি পুলিশ সদস্য।

পল্টন মডেল থানার ওসি মোর্শেদ আলম বলেন, সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভেনিউ মোড়ে রাস্তা পার হচ্ছিলেন জুলহাস। এ সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পুলিশের প্ররক্ষা বিভাগে কর্মরত ছিলেন। জুলহাস সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বাসার নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করতেন। ওসি আরও বলেন, জুলহাসের বাবার নাম শামছুল হক। তাদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামে। স্ত্রী সুমি আক্তার ও দুই সন্তান মেহেদি (৭) ও আয়েশাকে (৩) নিয়ে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ১ নম্বর গেট এলাকায় থাকতেন জুলহাস। এ ঘটনায় শিকড় পরিবহন নামে একটি গাড়ি জব্দসহ এর চালক শফিকুল ইসলাম ও হেলপার হানিফকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর