শিরোনাম
বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

আওয়ামী লীগ নেতা মুরাদকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাকান গ্রুপের চেয়ারম্যান শাহে আলম মুরাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক  শেখ আবদুস ছালাম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১  ফেব্রুয়ারি তাকে তলবি  নোটিশ পাঠায় দুদক। তাকে দুদকের প্রধান কার্যালয়ে গতকাল সকাল ১০টায় হাজির থাকতে বলা হয়েছিল। অভিযোগ রয়েছে, শাহে আলম মুরাদ  জোর করে মাকান গ্রুপের  চেয়ারম্যান হয়েছেন। এছাড়া ডিজনী ডিজাইন অ্যান্ড  ডেভেলপার  নামের অন্য এক প্রতিষ্ঠান হঠাৎ করেই মুরাদ দখল করে নিয়েছেন। এছাড়া নামে-বেনামে তার সম্পদ আছে বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে।

সর্বশেষ খবর